সিলেটটুডে ডেস্ক

০২ এপ্রিল, ২০১৬ ০০:০৩

ধানের শীষের তিনগুণ বেশি ভোট নৌকায়

ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে ভোট পড়েছিল ৭৪ শতাংশ, এবং দ্বিতীয় ধাপে গড়ে প্রায় ৭৬ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় ধাপে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীদের তুলনায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা প্রায় তিনগুণ ভোট পেয়েছেন।  

দ্বিতীয় ধাপে চেয়ারম্যানর পদে মোট 'কাস্টিং ভোটের' ৫৪ শতাংশ পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীরা। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা পেয়েছেন ২০ শতাংশ এবং স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা ২৬ শতাংশ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সারা দেশের ৬৩৯ ইউপিতে নির্বাচন হয়;  শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৫৮৪টি ইউপির ফল পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৩ জনসহ আওয়ামী লীগের নৌকা প্রতীকে ৪০৫ জন, বিএনপির ধানের শীষ প্রতীকে ৫৮ জন এবং স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য দলের প্রার্থী হিসেবে ১০৫ জন বিজয়ী হয়েছেন।

এ বিষয়ে ইসির উপসচিব রকিব উদ্দিন মণ্ডল বলেন, 'আমরা মাঠ পর্যায়ের তথ্য একীভূত করছি। বৈরি আবহাওয়ার কারণে কিছু এলাকা থেকে সার্ভারে ফল পাঠাতে বিলম্ব হয়েছে। পূর্ণাঙ্গ তথ্য রাতের মধ্যে একীভূত করার চেষ্টা চলছে।'

ইসির হিসাব অনুসারে, দ্বিতীয় ধাপে ৬৩৯টি ইউপির নির্বাচনে ৯৬ লাখ ৪৩ হাজার ৬৮২ জন ভোটারের মধ্যে ৭৩ লাখ ৪১ হাজার ৮৯৬ ভোটাধিকার প্রয়োগ করেছেন। সে হিসেবে 'কাস্টিং ভোটের' হার গড়ে ৭৬ দশমিক ১৩ শতাংশ। এরমধ্যে বৈধ ভোট ৭১ লাখ ৯১ হাজার ৫৯৫টি; বিভিন্ন কারণে বাতিল হয়েছে ১ লাখ ৫০ হাজার ৩০১টি ভোট।

নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা সম্মিলিতভাবে প্রায় ৩৯ লাখ ভোট পেয়েছেন। বিএনপির প্রার্থীরা পেয়েছেন ১৩ লাখের কিছু বেশি ভোট। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য দলের প্রার্থীরা পেয়েছেন ২১ লাখের বেশি ভোট। অবশ্য স্বতন্ত্র প্রার্থীদের অধিকাংশই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

উল্লেখ্য, প্রথম ধাপে ৭১২ ইউপির নির্বাচনে আওয়ামী লীগ ৫৪০টিতে জয়ী হয়েছিল। বিএনপি জয়ী হয়েছিল ৪৭টি ইউপিতে।

আপনার মন্তব্য

আলোচিত