নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০১৬ ১৬:৪৮

আওয়ামী লীগের সমর্থক হতে ‘নিবন্ধনের’ আহ্বান তারানা হালিমের

বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক হতে নিবন্ধন করার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।

শনিবার (২৩ এপ্রিল) প্রতিমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি লিংক দিয়ে সেখানে নিবন্ধন করতে বলেন।

তারানা হালিম প্রথমে বাংলায় লেখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক হিসেবে নিবন্ধন করুন।’ এরপর লিংকটি দিয়ে ইংরেজিতে লেখেন, ‘Join Us as Bangladesh Awami League Supporters’।

বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক হিসেবে নিবন্ধন করতে এই লিংকে যেতে হবে ইচ্ছুকদের।

পেজটিতে দেখা যায়, আওয়ামী লীগের সমর্থক হিসেবে নিবন্ধন করতে হলে সেখানে পুরো নাম, লিঙ্গ, জন্মতারিখ, মুঠোফোন নম্বর, ই-মেইল আইডি, জেলাসহ উল্লেখ করতে হবে ইচ্ছুককে।

পরবর্তীতে তার সঙ্গে কোন মাধ্যমে যোগাযোগ করা হবে, তাও জানতে চাওয়া হয়েছে। এক্ষেত্রে নিবন্ধনে ইচ্ছুককে ই-মেইল, ফোন, মোবাইল বা মেইল— এ চারটির যেকোনো একটিতে ‘টিক’ চিহ্ন দিতে হবে।

এদিকে, মোবাইল সিম, মোবাইল সেট সহ বিভিন্ন বিষয়ে প্রথম থেকে নিবন্ধনের প্রতি বিভিন্ন ধরনের প্রচারণার প্রেক্ষিতে তারানা হালিমের সে পোস্টে অনেকেই ইতিবাচক সাড়া দিলেও কয়েকজন বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এদিকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে নিবন্ধনের আহ্বানে অনেকেই আপত্তি তুলেছেন। তারা বলছেন, একটি দলের সমর্থক বা কর্মী হতে নিবন্ধনের কী প্রয়োজন?

প্রতিমন্ত্রীর পোস্টটির নিচেই একজন কমেন্ট করেছেন, ‘আপনাদের কি নিবন্ধন ছাড়া কাজ নেই? নিবন্ধন না করলেও তো আমরাই দেশের নাগরিক, কর্মী, তাই নয় কি?’

আপনার মন্তব্য

আলোচিত