নিউজ ডেস্ক

২৫ এপ্রিল, ২০১৬ ১৪:১৮

খালেদার আত্মপক্ষ সমর্থন ৫ মে

জিয়া চ্যারিটেবল মামলা

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ফের পিছিয়ে আগামী ৫ মে পুনর্নির্ধারণ করেছে আদালত।

সোমবার (২৫ এপ্রিল) খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ সমর্থনের দিন পেছাতে সময় আবেদন করলে আদালত এ দিন ধার্য করে। এদিনই খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। তবে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজির হননি।

খালেদা জিয়ার পক্ষে পক্ষে দিন পেছাতে সময়ের আবেদন জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।   

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দুটির বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।

দুদকের পক্ষে উপস্থিত আছেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল।

এর আগে গত ৭ ও ১৭ এপ্রিল আরও দুই দফা সময়ের আবেদন জানিয়ে আত্মপক্ষ সমর্থন পিছিয়ে নেন খালেদা জিয়া।

আপনার মন্তব্য

আলোচিত