সিলেটটুডে ডেস্ক

২৭ এপ্রিল, ২০১৬ ১৩:২৯

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন না খালেদা

জিয়া অরফানেজ ট্র্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) আদালতে যাচ্ছেন না প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (২৭ এপ্রিল) খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, অসুস্থতার কারণে তিনি আদালতে হাজির থাকতে পারছেন না।

রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে মামলাটির বাদী ও প্রথম সাক্ষী দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক হারুন অর রশিদকে আসামিপক্ষের জেরার দিন ধার্য রয়েছে বৃহস্পতিবার।

খালেদার অনুপস্থিতিতে তার পক্ষে বাদীকে জেরা করছেন আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ আসামি মোট ছয় জন। অন্য পাঁচ আসামি হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদার বড় ছেলে তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

আসামিদের মধ্যে ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক, বাকিরা জামিনে আছেন। তারেক রহমানের পক্ষে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে আইনজীবীর হাজিরা দাখিল করে আসছেন।

২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।

এদিকে একই আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। এ মামলায় আগামী ৫ মে খালেদা জিয়ার ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য রয়েছে।

২০১৪ সালের ১৯ মার্চ দুই মামলায় খালেদা জিয়াসহ মোট ৮ আসামির বিরুদ্ধে পৃথক পৃথকভাবে অভিযোগ (চার্জ) গঠন করেন ঢাকা তৃতীয় বিশেষ জজ আদালতের আগের বিচারক বাসুদেব রায়।

আপনার মন্তব্য

আলোচিত