সিলেটটুডে ডেস্ক

০১ মে, ২০১৬ ১৬:৩৫

সমাবেশে বসা নিয়ে শ্রমিকদলের ধাওয়া পাল্টা ধাওয়া

সমাবেশে মঞ্চের কাছাকাছি বসা নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দলের দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 

রোববার (০১ মে) বিকেল ৩টার দিকে মঞ্চের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ঢাকা মহানগর (উত্তর) শ্রমিকদল শাখার কর্মী শাহ আলম (৩০) গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপ‍ুরের পর থেকে শ্রমিকদলের সমাবেশ শুরু হয়। তবে এর আগে থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন শ্রমিকদলের নেতাকর্মীরা।

এ সময় মঞ্চের পূর্ব দিকে বসতে চান সংগঠনটির ঢাকা উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। এ নিয়ে উভয়ের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে শাহ আলম নামে উত্তরের এক কর্মী আহত হয়েছেন।

মঞ্চ থেকে বিএনপির নেতারা মাইকে পরিস্থিতি শান্ত করতে বারবার আহ্বান জানান। প্রথমে থামলেও বেশ কয়েকবার নিজেদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়াতে দেখা গেছে তাদের।

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকদলের এক নেতা বলেন, আহত শাহ আলমের মাথা ফেঁটে গেছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে বেলা ১টা ৩৫ মিনিটে ওলামা দলের সাধারণ সম্পাদক শাহ মো. নেছারুল হকের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।
সমাবেশের মঞ্চে আছেন বিএনপির স্থায়ী কমিটির বিদায়ী সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।

আর সমাবেশের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিকেলে যোগ দেবেন। এতে সভাপতিত্ব করছেন আয়োজক সংগঠন শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন।  

আপনার মন্তব্য

আলোচিত