সিলেটটুডে ডেস্ক

১৬ জুলাই, ২০১৬ ২৩:০৫

আওয়ামী লীগ কার্যালয় ভাঙা শুরু রোববার

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবন ভাঙার কাজ রোববার শুরু হচ্ছে। সকাল সাড়ে ৯টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত এ ভবনটি ভাঙার কাজ শুরু হবে।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ শনিবার রাতে জানান, ইতিমধ্যে ভবনটিতে অবস্থিত দল ও সহযোগী সব সংগঠনের কার্যালয় এবং আসবাবপত্র সরিয়ে নেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু এভিনিউর পুরনো এ ভবনটি ভাঙার পর সেখানে গড়ে তোলা হবে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত দৃষ্টিনন্দন ২০ তলা ভবন। সেখানে নতুনভাবে ক্ষমতাসীন দলসহ সহযোগী সংগঠনের কার্যালয় স্থাপন করা হবে।

এর আগে চলতি বছরের ৩০ মের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ের ভবনটি খালি করার নির্দেশ দিয়েছিলেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। পরে সহযোগী সংগঠনের নেতাদের অনুরোধে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও কিছুদিন পুরনো ভবনেই কার্যক্রম চালানোর অনুমতি দেন।

জানা গেছে, আওয়ামী লীগের নিজস্ব জায়গায় নির্মিয়মান ২০ তলাবিশিষ্ট নতুন ভবনে কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের কার্যালয় ছাড়াও দলের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের পদক্ষেপ নেওয়া হবে। চলতি বছরের ৬ এপ্রিল দলীয় সভাপতি শেখ হাসিনা প্রস্তাবিত নতুন ভবনের নকশা অনুমোদন করেন। রাজউক অনুমোদিত এ নকশা অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যে মূল ভবন নির্মাণের কাজ শুরু হবে। দুই বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করা যাবে বলে আশা করছেন আওয়ামী লীগ নেতারা।

আপনার মন্তব্য

আলোচিত