সিলেটটুডে ডেস্ক

২৮ আগস্ট, ২০১৬ ১৬:২৫

আওয়ামী লীগ নেতাদের বাড়ি কি জঙ্গি প্রজনন কেন্দ্র, হান্নান শাহের প্রশ্ন

কল্যাণপুর ও নারায়ণগঞ্জে যে দুটিতে বাড়িতে জঙ্গিদের সন্ধান মিলেছে, সেই বাড়ি দু’টির মালিক আওয়ামী লীগের নেতা বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

এ প্রসঙ্গে তার প্রশ্ন, ‘তাহলে আওয়ামী লীগ নেতাদের বাড়ি কি জঙ্গি প্রজনন কেন্দ্র?’

রোববার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল আলোচনাসভায় এ প্রশ্ন তোলেন তিনি। 'জাতীয়তাবাদী প্রজন্ম ৭১' কেন্দ্রীয় কমিটি ওই সভার আয়োজন করে।

হান্নান শাহ বলেন, ‘কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, তামিমদের তথ্য পাওয়া গেছে। আবার পত্র-পত্রিকায় দেখলাম, তামিম নাকি কলকাতায় আছে। তাহলে কিভাবে তামিম কলকাতা থেকে নারায়ণগঞ্জে আসে, তা তদন্ত করে দেখা দরকার।'

রামপালের বিদ্যুৎকেন্দ্র নিয়ে হান্নান শাহ বলেন, ‘সুন্দরবন রক্ষার স্বার্থে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধ করতে হবে। না হলে জনগণকে নিয়ে রাস্তায় নামবো।’ তিনি বলেন, ‘তদন্ত করা হলে দেখা যাবে, সরকারের কর্তারা ওই বিদ্যুৎকেন্দ্রে ঠিকাদারি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে।’

প্রধানমন্ত্রীর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, 'প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধীদল কী বললো, তাতে আমার কিছু যায়-আসে না। তাঁর আসে-যায় আসলে দিল্লি কী বললো, তার ওপর।’

সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত