সিলেটটুডে ডেস্ক

৩০ আগস্ট, ২০১৬ ২১:৩৩

গুমের সঙ্গে জড়িতরা কেউই রেহাই পাবে না : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গুমের সঙ্গে জড়িতরা কেউই রেহাই পাবে না, তাদের বিচার হবেই।’

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত গত ছয় বছরে গুমের শিকার পরিবারের সদস্যদের সহমর্মিতা জানাতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। ৩০ আগস্ট মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘জোর করে তুলে নিয়ে যাওয়া, এরপর গুম করা জাতিসংঘের সনদ অনুযায়ী এটাকে বলা হয়েছে ঘৃণ্যতম, ভয়াবহ, মানবতাবিরোধী অপরাধ। আজকে বাংলাদেশে যারা এ ঘৃণ্যতম অপরাধ করছেন তারা যদি কেউ মনে করে থাকেন রেহাই পেয়ে যাবেন, তারা কেউই রেহাই পাবেন না। একদিন না একদিন জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে। একদিন না একদিন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে সেদিন অবশ্যই এ অপরাধের জন্য যারা দায়ী তাদের অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে।’

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে দিতে তাঁর স্বাধীনতা পদক কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘জিয়াউর রহমানকে অস্বীকার করা মানে স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করা।’

অনুষ্ঠানে গুমের শিকার পরিবারের সদস্যরা যেকোনো মূল্যে তাদের স্বজনদের ফিরে পাওয়ার আকুতি জানান। গুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদ।

আপনার মন্তব্য

আলোচিত