নিজস্ব আলোকচিত্রী

২২ অক্টোবর, ২০১৬ ১৩:১১

ভারত-বাংলাদেশের নদীর সমস্যাও শেখ হাসিনা মেটাতে পারবেন: সিপিএম নেতা বিমান বসু

আওয়ামী লীগের সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) পলিটব্যুরোর সদস্য ও পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী রাজনৈতিক  বিমান বসু বলেছেন, "শেখ হাসিনা ভারত সরকারের সাথে আলোচনা করে অনেক সমস্যা সমাধান করেছেন, আমার বিশ্বাস তিনি নদীর সমস্যাও মেটাতে পারবেন।"

পশ্চিমবঙ্গের এই প্রবীণ রাজনৈতিক বলেন, " ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা পেয়েছে কেবল বাংলাদেশ ও শেখ হাসিনার কারণে। এটার জন্য আমরা গর্ব অনুভব করি"

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা স্মরণ করে বিমান বসু বলেন, "এই জাতির সংগ্রামে আগেও যেমন ভারতের মানুষ পাশে ছিল, আজীবন থাকবে"।

প্রসঙ্গত আওয়ামী লীগের সম্মেলনে ১২ দেশের ৫৫ জন রাজনৈতিক নেতা অংশ নিয়েছেন। তাদের অনেকে বক্তব্য রাখছেন।

আপনার মন্তব্য

আলোচিত