সিলেটটুডে ডেস্ক

০৬ ডিসেম্বর, ২০১৬ ১০:২৩

আজ রাষ্ট্রপতির কাছে যাচ্ছে বিএনপি

খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব

নির্বাচন কমিশন পুর্নগঠন বিষয়ে খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব নিয়ে আজ আনুষ্ঠানিকভাবে  রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের কাছে যাবে বিএনপি।

গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন দলের সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন।

সম্প্রতি বিএনপির পক্ষ থেকে এ প্রস্তাব রাষ্ট্রপতিকে দেয়ার জন্য প্রথমে টেলিফোনে এবং পরে চিঠির মাধ্যমে বঙ্গভবনের কাছে সময় চাওয়া হয়।

এ পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল ১১ টায় বিএনপিকে সময় দিয়েছেন রাষ্ট্রপতি।

মুনির হোসেন জানান, দলের ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির  রিজভী আহমেদ বঙ্গভবনে যাবেন।

এ প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন,আমরা ইসি পুনর্গঠন নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে রূপরেখা দিয়েছেন তা অবহিত করতে রাষ্ট্রপতির হাতে তুলে দেব।

প্রসঙ্গত, শনিবার গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে দেয়া প্রস্তাবের বিষয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ইসি গঠনে রাষ্ট্রপতিই পদক্ষেপ নেবেন।

রাষ্ট্রপতিরএ সাক্ষাতের মধ্যদিয়ে ইসি পুর্নগঠন নিয়ে আলোচনা আভাস পাওয়া যাচ্ছে বলে অনেকেই মনে করছেন।

গত ১৮ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলনে ইসি পুর্নগঠনের এ প্রস্তাব দেন।  

আপনার মন্তব্য

আলোচিত