নিউজ ডেস্ক

০৩ মে, ২০১৫ ১৩:০২

বিএনপি নেতা নাসিরুদ্দিন পিন্টুর মৃত্যু

পিলখানা হত্যা মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা নাসিরুদ্দিন আহমেদ পিন্টু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রাজশাহী কারাগারে থাকা পিন্টু রোববার(৩ মে ২০১৫) সকালে বুকের ব্যথা অনুভব করলে  তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টা ২০মিনিটে মারা যান তিনি।

রাজশাহী মেডিকেলের পরিচালক এ কে এম নাসির উদ্দীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার বেলা সোয়া ১২টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার ২০ মিনিট পরেই তিনি মারা যান।

বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুও মৃত্যুর খবর নিশ্চিত করেন। পিন্টু পিলখানা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হিসেবে কারান্তরিন ছিলেন। 

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডিতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় ওই বছরের ২৮ ফেব্রুয়ারি লালবাগ থানায় করা হত্যা মামলায় পিন্টুকেও আসামি করা হয়।

ওই মামলার রায়ে ২০১৩ সালের ৫ নভেম্বর পিন্টুসহ ১৫২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন রাজধানীর লালবাগের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালত।

আপনার মন্তব্য

আলোচিত