নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০১৭ ২২:৪৫

দলীয় কর্মকান্ডে বিরত থাকলে বহিস্কার : মহানগর বিএনপি

দলীয় কর্মকান্ডে যারা নিজেকে বিরত রাখবেন, তাদেরকে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে বহিস্কার করা হবে বলে ঘোষণা দিয়েছে সিলেট মহানগর বিএনপি।

রোববার সন্ধ্যায় নগরীর সোবহানীঘাটস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সিলেট মহানগর বিএনপির নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভায় সভাপতি নাছিম হোসাইন এ ঘোষণা দেন।

এসময় তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশির তীব্র নিন্দা জানান।

সংগঠনের সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি হুমায়ূন কবির শাহিন, সালেহ আহম্মদ খসরু, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, ডা. নাজমুল ইসলাম, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, সাব্বির আহমদ বাচ্চু ও নিহার রঞ্জন দে, যুগ্ম সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, আলী হোসেন বাচ্চু, মো. মাহবুব কাদির শাহী, এডভোকেট আতিকুর রহমান সাবু ও হুমায়ূন আহমদ মাসুকসহ সিনিয়র নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিএনপি ঘোষিত গণতান্ত্রিক সকল কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের দায়িত্বশীল হতে হবে। এছাড়াও সাংগঠনিক অগ্রগতির মাধ্যমে নির্বাচনমুখি বিএনপির বিজয় সুনিশ্চিত করতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত