সিলেটটুডে ডেস্ক

১৬ জুলাই, ২০১৭ ১৩:২৩

ইসির রোডম্যাপ প্রকাশ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মপরিকল্পনা (রোডম্যাপ) প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৬ জুলাই) দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন প্রশিক্ষণ ভবনে এই রোডম্যাপের মোড়ক উন্মোচন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কয়েকটি বিষয়ে রাজনৈতিক দলসহ ছয় ধরনের অংশীজনের সঙ্গে সংলাপ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোডম্যাপে সুশীল সমাজ, রাজনৈতিক দল ও গণমাধ্যমের সঙ্গে সংলাপ, আইনি কাঠামোসমূহ পর্যালোচনা ও সংস্কার, নির্বাচন প্রক্রিয়া সহজ ও যুগোপযোগী করতে সংশ্লিষ্ট সবার পরামর্শ গ্রহণ করা হবে।

এছাড়াও আছে সংসদীয় এলাকার নির্বাচনী সীমানা পুননির্ধারণ, নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন ও সরবরাহ, বিধি অনুসারে ভোটকেন্দ্র স্থাপন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন এবং নিবন্ধিত রাজনৈতিক দলের নিরীক্ষা, সুষ্ঠু নির্বাচনে সংশ্লিষ্ট সবার সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ এবং আইন সংস্কার।

ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত