সিলেটটুডে ডেস্ক

১৪ অক্টোবর, ২০১৭ ১৪:০৭

‘অভিমান ভুলে বিচার বিভাগকে রক্ষা করুন’

পুরনো ছবি

অভিমান ভুলে বিচার বিভাগকে রক্ষায় এগিয়ে আসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। একই সঙ্গে একটি রায়কে কেন্দ্র করে প্রধান বিচারপতির ওপর প্রধানমন্ত্রী এ 'অভিমানকে দুঃখজনক' বলে আখ্যায়িত করেছে তারা।

শনিবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, 'প্রধান বিচারপতি বিদেশ যাওয়ার সময় একটি লিখিত বিবৃতিতে বলে গেছেন, প্রধানমন্ত্রী তার ওপর অভিমান করেছেন। এটা দুঃখজনক।'

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'অভিমান ভুলে বিচার বিভাগকে রক্ষায় এগিয়ে আসুন। দেশবাসীকে বাঁচান। আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হোন। অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন।'

ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে একটি লিখিত বিবৃতি দেন। ওই বিবৃতিতে বলা হয়, 'আমার দৃঢ় বিশ্বাস, সরকারের একটি মহল আমার রায়কে ভুল ব্যাখ্যা প্রদান করে পরিবেশন করায় মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি অভিমান করেছেন, যা অচিরেই দূরীভূত হবে বলে আমার বিশ্বাস।'

সংবাদ সম্মেলনে জয়নুল আবেদীন বলেন, 'প্রধান বিচারপতি অনেক কথা বলে গেছেন। আমরা সাধারণ আইনজীবীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সংবিধান ও আইনের শাসনকে রক্ষা করতে হলে, স্বাধীনতাকে সমুন্নত রাখতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।'

তিনি বলেন, 'প্রধান বিচারপতি যাওয়ার সময় বলে গেলেন তিনি সুস্থ। অন্যদিকে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল বললেন তিনি অসুস্থ। একটি তদন্ত কমিশন করে এ বিষয়টির সুরাহা করা দরকার।'

দেশের বিচার বিভাগকে 'রক্ষায়' রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের প্রধান, আর প্রধানমন্ত্রী হচ্ছেন সরকারপ্রধান। বিচার বিভাগকে রক্ষায় আপনারা এগিয়ে আসুন।'

সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, গত ২ অক্টোবর প্রধান বিচারপতির ছুটির চিঠিতে বলা হয়েছে তিনি অসুস্থ। কিন্তু গতকাল (শুক্রবার রাতে) যাওয়ার সময় তিনি বললেন— তিনি সুস্থ।

তিনি বলেন, এ ধরনের মিথ্যাচার করে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল শপথ ভঙ্গ করেছেন। তাদের স্ব স্ব পদ থেকে পদত্যাগ করা উচিত।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রধান বিচারপতির 'বিরুদ্ধে অবস্থান নিয়ে' তার সাংবিধানিক দায়িত্ব লঙ্ঘন করেছেন বলেও এ সময় অভিযোগ করেন ব্যারিস্টার খোকন। এছাড়া প্রধান বিচারপতির অভিযোগগুলো আমলে নিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনেরও আহ্বান জানান তিনি।

এদিকে এই সংবাদ সম্মেলনের তীব্র বিরোধিতা করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি মোহাম্মদ ওয়াজিউল্লার নেতৃত্বে বারের সরকার সমর্থিত আইনজীবীরা। অপর এক সংবাদ সম্মেলনে তারা দাবি করেছেন, সুপ্রিম কোর্ট বারের সিদ্ধান্ত ছাড়াই বিএনপি-জামায়তপন্থি আইনজীবীরা সংবাদ সম্মেলন করেছেন। প্রধান বিচারপতি স্বেচ্ছায় ছুটিতে গেছেন বলেও এ সময় উল্লেখ করেন তারা।

আপনার মন্তব্য

আলোচিত