সিলেটটুডে ডেস্ক

২৭ অক্টোবর, ২০১৭ ১৪:০৫

‘নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন অর্থবহ হবে না’

নিরপেক্ষ সরকার, সংসদ ভেঙ্গে দেয়া এবং সেনা মোতায়েন ছাড়া নির্বাচন করলে তা অর্থবহ হবেনা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর ১২ টায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানে যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল এ কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘নির্বাচনকালীন সরকার যদি অর্জন না হয়, সংসদ যদি ভেঙে দেওয়া না হয় এবং নির্বাচনে সেনা মোতায়েন যদি না করা হয়, তাহলে সেই নির্বাচন অর্থবহ হবে না, গ্রহণযোগ্য হবে এবং আগে যে সংকট, সেটা থেকেই যাবে।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘আমি আগেই বলেছি, নির্বাচন কমিশনের সংলাপ লোক দেখানো ও আইওয়াশ। সুতরাং সংসদ ভেঙে দিয়ে নির্বাচনে সেনা মোতায়েন না করলে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে না।’

যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করার সময় যুবদ‌লের জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত