সিলেটটুডে ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০১৭ ২১:১০

‘বিএনপি প্রমাণ করুক আমরা জোর করে সিনহাকে পদত্যাগ করিয়েছি’

ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে অন্য বিচারপতিরা বসতেন না। তাই তিনি পদত্যাগ করেছেন। বিএনপি এটা নিয়ে গানা-বাজনা করছে। বিএনপি প্রমাণ করুক আমরা জোর করে পদত্যাগ করিয়েছি। তারা মিথ্যা কথা বলে আর উত্তর দিতে হয় আমাদের।’

রোববার (৩১ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

কসবা পৌরসভা ও চারটি ইউনিয়নে দুই কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১২ কিলোমিটার এলাকায় ১৩টি গ্রামে এ বিদ্যুৎ সংযোগ চালু করা হয়।

কসবার পৌরসভা মেয়র এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম. জি হাক্কানি, যুগ্ম আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম, রুহল আমিন ভূইয়া, মন্ত্রীর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট রাশেদুল কায়সার জীবন।

আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আব্দুল ওয়াহিদ, কসবা পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসার মো. শাহাদৎ হোসেন।

আপনার মন্তব্য

আলোচিত