সিলেটটুডে ডেস্ক

০৮ ফেব্রুয়ারি , ২০১৮ ১৫:৪৯

কাঁদলেন রিজভী

পুরনো ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার রায়ের প্রতিক্রিয়া জানানোর সংবাদ সম্মেলনে হাউমাউ করে কাঁদলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান খালেদা বিরুদ্ধে রায় ঘোষণা করেন। রায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।

এর কিছু সময় পরই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজভী।

তিনি বলেন, খালেদা জিয়া স্বাধীনতা কথা বলেন। এর জন্য প্রতিশোধ ও প্রতিহিংসা শিকার তিনি। পৃথিবীর কোন দেশে এমন দৃষ্টান্ত নেই।

এ সময় কাঁদতে কাঁদতে রিজভী বলেন, এ রায় দীর্ঘ প্রতিহিংসার বহিঃপ্রকাশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিহিংসার প্রকাশ। প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে এ রায়। চাকরি রক্ষার্থী এ দিয়ে দিয়েছেন বিচারক। এ রায় জনগণের আশা আশঙ্কার বিরুদ্ধে। এ রায়ের প্রতি আমরা ধিক্কার জানাই।

পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি এ মামলার অন্য পাঁচ আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করেছেন।

এই পাঁচ আসামি হলেন বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।

আপনার মন্তব্য

আলোচিত