নিউজ ডেস্ক

১৫ জুন, ২০১৫ ০৪:৫৮

মুজাহিদের চূড়ান্ত রায়: শাহবাগে অবস্থান নেবে গণজাগরণ মঞ্চ

যুদ্ধাপরাধী জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল বিভাগের চূড়ান্ত রায় ঘোষণা পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।

রোববার (১৪ জুন) গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার জানান, সোমবার বিকাল থেকে রায় না হওয়া পর্যন্ত অবস্থান চলবে।

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সাংবাদিক, শিক্ষকসহ বুদ্ধিজীবী হত্যা এবং সাম্প্রদায়িক হত্যা-নির্যাতনের দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদকে মৃত্যুদণ্ড দেয়।

পরে মুজাহিদ এ রায়ের বিপক্ষে আপিল করলে গত ২৭ মে মামলাটির আপিল রায়ের জন্য ১৬ জুন দিন ধার্য করা হয়।

অপহরণ, নিযার্তন ও হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি ঘটনায় আলবদর বাহিনীর প্রধান মুজাহিদের সংশ্লিষ্টতা ট্রাইব্যুনালে প্রমাণিত হয়।

২০১০ সালে যুদ্ধাপরাধের বহু প্রতীক্ষিত বিচার শুরুর পর এটি চতুর্থ মামলা, যা আপিল আদালতে রায়ের পর্যায়ে এলো।

আপনার মন্তব্য

আলোচিত