সিলেটটুডে ডেস্ক

৩১ আগস্ট, ২০১৮ ১৬:০৯

‘অহিংস রাজনৈতিক কর্মসূচি’ নিয়ে নামছেন মাহী

সেপ্টেম্বরে ‘অহিংস রাজনৈতিক কর্মসূচি’ নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে ‘প্রজন্ম বাংলাদেশ’ নামের একটি সংগঠন। বিকল্পধারার সিনিয়র যুগ্ম-মহাসচিব মাহী বি চৌধুরী নিজেকে সংগঠনটির চেয়ারম্যান দাবি করে এমন কর্মসূচির কথা জানান।

শুক্রবার (৩১ আগস্ট) বারিধারায় সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর বাসভবনে এক সংবাদ সম্মেলনে মাহী বি চৌধুরী বলেন, আগামী ২ সেপ্টেম্বর অহিংস রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে রাজপথে নামতে যাচ্ছে প্রজন্ম বাংলাদেশ।

তিনি বলেন, দেশের তরুণরা যে বাংলাদেশ দেখতে চেয়েছিল, তা দেখতে পারেনি। সে জন্য তারা হতাশায় ভুগছে। তবে তাদের দ্বারাই দেশে গণতন্ত্র, সুস্থ ও ভারসাম্যের রাজনীতি প্রতিষ্ঠিত হবে। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে অপার সম্ভাবনাময় এই তরণরাই এবার নেমে আসবে রাজপথে।

মাহী বলেন, দেশের তরুণদের নিয়ে গড়া বিকল্পধারার সহযোগী সংগঠন হচ্ছে প্রজন্ম বাংলাদেশ। এর নেতা-কর্মীদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। এরা সবাই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। স্বাধীন বাংলাদেশেই এদের প্রত্যেকের জন্ম।

২০১১ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘প্রজন্ম বাংলাদেশ’ এর জন্ম হয় বলে জানান মাহী। তিনি বলেন, এই প্রজন্ম বর্তমান রাজনীতিকে সম্পূর্ণরূপে ঘৃণা করে। সুন্দর আগামীর লক্ষে আগামী ২ সেপ্টেম্বর রাজধানীর কৃষিবিদ ইন্সস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি দিয়ে রাজপথ কাঁপাতে আসছে তারা।

তিনি আরো বলেন, তরুণদের এই কর্মসূচিতে হেলমেট বাহিনী হামলা করতে আসলে আমরা প্রতিবাদ করব না। আক্রমণের শিকার হব। তারপরও তাদের বুঝিয়ে আমাদের দলে নিয়ে আসব। পুলিশ গ্রেপ্তার করতে আসলে তাদেরকেও বাধা দেবনা। হাত ধরাধরি করে তাদের সামনে দাঁড়িয়ে থাকব। তারপরও বর্তমান অসুস্থ রাজনীতি থেকে বেরিয়ে আসতে আমাদের এ ধরণের পদক্ষেপ অব্যাহত থাকবে।

প্রজন্ম বাংলাদেশের চেয়ারম্যান বলেন, ব্রিটিশ আমলে জন্ম যাদের তারা পাকিস্তান আমলে বেড়ে উঠেছেন। এখন তারা দেশ পরিচালনা করছেন। তবে তারা ভারসাম্যের রাজনীতি, শোষণ-মুক্ত সমাজ গড়তে পারেননি। বর্তমান প্রজন্ম স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছে এবং বেড়ে উঠেছে। এদের দ্বারাই সম্ভব শোষণমুক্ত সমাজ গড়া এবং ভারসাম্যের রাজনীতি প্রতিষ্ঠা করা।

কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে তিনি বলেন, গোটা দেশকে অনিরাপত্তায় রেখে সড়ক নিরাপদ করা যায়না।

স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য হলে সেখানে প্রজন্ম বাংলাদেশ থাকবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত