সিলেটটুডে ডেস্ক

১১ জুলাই, ২০১৫ ২২:২১

খালেদার বিচারে ট্রাইব্যুনাল ঈদের পরেই

আগুন সন্ত্রাস আর গণহত্যার দায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করে তার বিচার দ্রুত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কথা জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে মন্ত্রী বললেন, ‘সাবেক ওই প্রধানমন্ত্রী সাম্প্রতিককালে ভয়াবহভাবে আগুন দিয়ে দেড় শতাধিক মানুষকে পুড়িয়ে মারার নেতৃত্ব দিয়েছেন। ৯৩ দিনের এ আগুনসন্ত্রাসের জন্য ও মানুষ পোড়ানোর গণহত্যার দায়ে বেগম জিয়া অভিযুক্ত। তার নামে মামলা হয়েছে। তদন্ত শেষ হয়েছে। কয়েকটির চার্জশিট দাখিলও হয়েছে। গণহত্যাকারী আগুন সন্ত্রাসীর নেতা বেগম খালেদা জিয়ার দ্রুত বিচার সম্পন্ন করতে প্রকাশ্য বিশেষ ট্রাইব্যুনাল করা হবে। ঈদের পরে গঠন করা হবে এ ট্রাইব্যুনাল।’

শনিবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী এ প্রসঙ্গে আরো বলেন, ‘এই ট্রাইব্যুনালে গণহত্যার দায় থেকে যদি বেগম জিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন, তবে রাজনীতি করবেন, আর নির্দোষ প্রমাণ করতে না পারলে রাজনীতি থেকে ইস্তফা দিয়ে কারাগারে যাবেন।’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘শেখ হাসিনা সরকারের কাছে আইনের ঊর্ধ্বে কেউ নয়, বেগম খালেদা জিয়াও নন।’

সভায় জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ দলীয় নেতাকর্মী ও ভূমি কর্মকর্তা গাজী তারেক সাইমলসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে দুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মিরপুর উপজেলা চত্বর থেকে বের হওয়া এক র‌্যালিতে নেতৃত্ব দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এরপর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখসহ মহাজোটের নেতারা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান লেনিন। এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত