সিলেটটুডে ডেস্ক

১৩ জুলাই, ২০১৫ ১২:২০

চিকিৎসার জন্যে মির্জা ফখরুলের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ

স্বাস্থ্যগত দিক বিবেচনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ছয় সপ্তাহের জামিন দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তাঁর মুক্তিতে দৃশ্যত আর কোন বাধা থাকল না।

হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।

এর ফলে এই বিএনপির নেতার মুক্তি পেতে আর কোনো আইনি বাধা নেই বলে তার আইনজীবীরা জানিয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় নিয়ে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য ফখরুলকে ছয় সপ্তাহের এই জামিন দেওয়া হয়েছে।

এই জামিনের মেয়াদ শেষে ফখরুলকে আবার বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। ছয় মাস ধরে কারাবন্দি ফখরুল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েই চিকিৎসাধীন।

আপনার মন্তব্য

আলোচিত