সিলেটটুডে ডেস্ক

১৭ জুলাই, ২০১৫ ০১:০০

লতিফ সিদ্দিকীর বিষয়ে সিদ্ধান্ত নিতে আশরাফের কাছে ইসির চিঠি

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ নিয়ে সিদ্ধান্ত নিতে আওয়ামী লীগের বক্তব্য চেয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বরাবর এই চিঠি পাঠিয়েছে ইসি।

সেই সাথে লতিফ সিদ্দিকীর বক্তব্য জানতে চেয়েও চিঠি দিয়েছে ইসি। নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম সৈয়দ আশরাফুল ইসলাম ও লতিফ সিদ্দিকীকে বিশেষ বাহক মারফত চিঠি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তাদেরকে দুই সপ্তাহের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ নিয়ে শুনানি করবে ইসি।

এর আগে গত সোমবার লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ নিয়ে জটিলতা নিরসনে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। উল্লেখ্য, গত বছর যুক্তরাষ্ট্র সফরকালে হজ্জ নিয়ে মন্তব্যের পর সমালোচনার মুখে পড়েন আব্দুল লতিফ সিদ্দিকী। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভা থেকেও বাদ দেয়ার পাশাপাশি দল থেকেও বহিষ্কার করা হয় তাকে।

আপনার মন্তব্য

আলোচিত