সিলেটটুডে ডেস্ক

২০ জুলাই, ২০১৫ ২১:৩২

কারাগারে রাজীব, প্রতিবাদে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানসহ গ্রেপ্তারকৃত ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রাজীবকে নাশকতাসহ অন্যান্য মামলায়ও গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (২০ জুলাই) পটুয়াখালীর মুখ্য বিচারিক হাকিম এসএম তারেক শামস এ আদেশ দেন।

ছাত্রদল সভাপতি রাজীব ছাড়াও অন্যান্যরা হলেন-সালাহউদ্দিন, রফিকুল ইসলাম, সৈয়দ জসীম উদ্দিন, সাইফুল ইসলাম ও গাড়িচালক অসীম হালদার। তাদেরকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

তবে, এ ঘটনায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী মো.মজিবুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার তাদের জামিন আবেদন করা হবে।

প্রসঙ্গত, রবিবার রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট এলাকা থেকে রাজীব আহসানসহ ছয়জনকে আটক করে পুলিশ। এ সময় তাদের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪৫টি ইয়াবা বড়ি ও একটি মদের বোতল উদ্ধার করার দাবি করে পুলিশ।

এদিকে, কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাজীব আহসানের গ্রেফতারকে ষড়যন্ত্র দাবি করে এর প্রতিবাদে মঙ্গলবার ও বুধবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ বিক্ষোভ কর্মসূচি ঢাকা মহানগর, জেলা ও বিশ্ববিদ্যালয়ে এবং উপজেলা, পৌরসভা ও কলেজে পালন করা হবে।

সোমবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সহসভাপাতি নাজমুল হাসান এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার মহানগর, জেলা ও বিশ্ববিদ্যালয়ে এবং বুধবার উপজেলা, পৌরসভা ও কলেজে এ কর্মসূচি পালন করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত