সিলেটটুডে ডেস্ক

১৪ নভেম্বর, ২০১৫ ২১:৩৯

ক্ষুদ্র জনগোষ্ঠির স্বার্থ রক্ষায় একযোগে কাজ করতে হবে: শামসুল ইসলাম

সিলেট জেলা জজ কোর্টের এডিশনাল পিপি শামসুল ইসলাম বলেছেন, ক্ষুদ্র জনগোষ্ঠির স্বার্থ রক্ষায় মানবাধিকার কর্মীদের একযোগে কাজ করতে হবে। বিশেষত চা শ্রমিক জনগোষ্ঠিসহ যেসব ক্ষুদ্র গোষ্ঠি অসহায় ও মানবেতর অবস্থায় রয়েছে তাদের জীবনমানের উন্নয়নে মানবাধিকার কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি গতকাল শনিবার নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে একথাগুলো বলেন। সিলেট বিভাগের সকল জেলা, উপজেলা, মহানগর, পৌর ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দকে নিয়ে এ প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়।
শাসুল ইসলাম বলেন, বর্তমানে দেশ অনেক এগিয়ে চলছে। সকল ক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। মানুষের জীবনমানের উন্নয়ন হচ্ছে। তবে চা শ্রমিকসহ ক্ষুদ্র জনগোষ্ঠির জীবনমানের আশানুরুপ উন্নয়ন এখনো হয়নি। তারা এখনো পিছিয়ে রয়েছে। এদের উন্নয়নে আমাদের একযোগে কাজ করতে হবে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট বিভাগের নবনির্বাচিত আঞ্চলিক সমন্বয়কারী আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিলেট বিভাগীয় সমন্বয়কারী ড. আর.কে ধর। সম্মেলনে কেন্দ্রের পক্ষে বিশেষ বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি মনোরঞ্জন তালুকদার।
কমিশনের সিলেট মহানগরের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান এর সঞ্চালনায় সম্মেলনে অতিথির বক্তব্য রাখেন বামাক এর সুনামগঞ্জ জেলা সভাপতি ফৌজিয়া বেগম শাম্মি, মৌলভীবাজার কার্যনির্বাহী সভাপতি এডভোকেট মো. আবু তাহের, হবিগঞ্জ জেলা সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সিলেট জেলা সাধারণ সম্পাদক বদরুল আলম চৌধুরী, সুনামগঞ্জ জেলার সাধারন সম্পাদক আল হেলাল, হবিগঞ্জ জেলার সাধারন সম্পাদক এস.এম খোকন।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা সহ-সভাপতি মাহবুবুল আলম মিলন, মহানগর সহ-সভাপতি হাকিম দেলোয়ার হোসেন, বেগম সুফিয়া ইসলাম খান, জেলা সহ-সভাপতি আকবর খান, মহানগর যুগ্ম সম্পাদক এনামুল হক লিলু, এডভোকেট সাজ্জাদুর রহমান, জেলা যুগ্ম সম্পাদক বাবুল ভৌমিক, অধ্যাপক ইসলাম উদ্দিন, এডভোকেট রাশিদা সাইদা খানম, মৌলবীবাজার সদর থানার সম্পাদক নুরুর ইসলাম এলিট, হবিগঞ্জ জেলার সহ-সভাপতি চৌধুরী মো. ফরিয়াদ, সনামগঞ্জ শহর কমিটির আহবায়ক জাকারিয়া জামান, সম্পাদক মুজাহিদুল ইসলাম, দক্ষিন সুনামগঞ্জ সভাপতি ডা. হাজী শাকিল মুরাদ আফজল, জকিগঞ্জ সভাপতি বীর মুক্তিযুদ্ধা, ফখরুল ইসলাম, ছাতক খানা সভাপতি এডভোকেট আব্দুস সালাম, বিশ্বনাথ থানার সভাপতি ছৈয়ফুল হক, ওসমানীরনগর থানার সভাপতি এস.এম সোহেল, দিরাই থানার সভাপতি জুবের সরদার দিগন্ত, সেক্রেটারী সুয়েব আহমদ চৌধুরী, কানাইঘাট থানা সভাপতি ডা. ওলিউর রহমান নাসিম, জৈন্তা সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান জয়মতী বিশ্বাস, মেট্রোপরিটন থানা সম্পাদক ফারুক আহমদ শিমুল, বিয়ানীবাজার সভাপতি আতাউর রহমান আতাই, গোলাপগঞ্জ সভাপতি সেলিম আহমদ, রাজনগর থানার সম্পাদক আহমদ কয়ছর আজাদ, বিমান বন্দর থানার সম্পাদক আলী আহমদ হাবিব, জালালাবাদ থানার সম্পাদক মো. শাহ আলম, বড়লেখা উপজেলা সভাপতি এডভোেেকট গোপাল চন্দ্র দত্ত, কোম্পানীগঞ্জ থানা সভাপতি হাবিব উল্লাহ জাবেদ, বিশ্বনাথ থানার সম্পাদক মধূ মিয়া, ছাতক সম্পাদক লায়েক আহমদ হাবিব, দক্ষিন সুরমার সম্পাদক সফিউল আলম, জেলার প্রচার সম্পাদক নুর আলী, সহ-প্রচার সম্পাদক খালেদ মিয়া, জকিগঞ্জ সম্পাদক আবুল কালাম, দক্ষিন সুনামগঞ্জ সম্পাদক মো. শহিদুর ইসলাম, ‘ল’ কলেজের সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ।

আপনার মন্তব্য

আলোচিত