সংবাদ বিজ্ঞপ্তি

০৬ জানুয়ারি, ২০২২ ০০:১৩

ঋণ সুবিধা দিতে সিলেটে ‘ভালো বাসা’র গাড়ি

হোম লোন সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে এবং হোম লোনকে সবার কাছে সহজভাবে উপস্থাপন করতে সিলেটে পৌঁছেছে “ভালো বাসা’র গাড়ি”।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এই বিশেষ ক্যাম্পেইনের ভ্রাম্যমাণ গাড়ি পৌঁছেছে সিলেট জেলায়।

সিলেট জেলার আলমপুর, চৌহাট্টা নিউ ক্যান্টনমেন্ট এরিয়া, শাহী ঈদগাহ পয়েন্ট, শাহজালাল বিশ্ববিদ্যালয় এরিয়া, গোপালগঞ্জ বাজার, বিয়ানীবাজার, বরলেখা, জুড়ী এবং কুলাউড়া উপজেলায় বুথ স্থাপন করে হোম লোন আগ্রহীদের সাথে আলোচনা করবে “ভালো বাসা’র গাড়ি”।

এই ক্যাম্পেইনের অধীনে দেশের বিভিন্ন জেলায় ছুটে চলছে একটি মাইক্রোবাস এবং হোম লোন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, প্রশ্নোত্তর ও পরামর্শ প্রদান করছে আইপিডিসি’র কর্মীরা।

ক্যাম্পেইনের আওতায় হোম লোনে আগ্রহীদের তাৎক্ষণিকভাবে লোন অনুমোদন দেওয়া হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

“ভালো বাসা’র গাড়ি” কবে, কোন জেলায় অবস্থান করছে ইত্যাদি তথ্য আইপিডিসি’র ফেসবুক পেইজে নিয়মিতভাবে জানিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আপনার মন্তব্য

আলোচিত