ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:

১৬ জানুয়ারি, ২০২২ ২৩:৪০

ফেঞ্চুগঞ্জে ডা. আর কে দাসের মৃত্যুবার্ষিকী পালন

সিলেটের ফেঞ্চুগঞ্জে ডা. রথীন্দ্র কুমার দাসের (আর কে দাস) ২৫ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার নয়াবাজারে ডা. আর কে দাস ফাউন্ডেশনের উদ্যোগে ‘স্মৃতি তর্পন’ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ফেঞ্চুগঞ্জের প্রতিযশা চিকিৎসক, রাজনীতিবীদ, মুক্তিযোদ্ধা প্রয়াত ডা. রথীন্দ্র কুমার দাস সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। চিকিৎসা পেশায় সরকারি চাকুরি ছেড়ে দিয়ে গরীব অসহায় মানুষের নিরন্তন সেবায় নিজেকে উৎসর্গ করে গেছেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী প্রয়াত ডা. রথীন্দ্র মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে যোদ্ধাদের চিকিৎসা সেবা দিয়ে গেছেন। গুণীজনের স্মৃতিকে ধরে রাখতে পারলে সমাজে গুণীজন সৃষ্টি হবে।

ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাসের সভাপতিত্বে ও শহীদুল আলম দোয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ, সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি নাসির উদ্দীন রতন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শহিদুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক শহিদুস সামাদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা ও সমাজসেবী আবুল কাশেম জবুল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বাবু কাঞ্চন চন্দ্র দেব, মুক্তিযোদ্বা দিপক দত্ত, শিক্ষক তপন পাল, অ্যাডভোকেট সুজিত কুমার বৌদ্য, সাংবাদিক মামুনুর রশীদ, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পু, ডা. অভিজ্যিত দাস জয় প্রমুখ।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তায় ২০ হাজার টাকা, দুজন অসুস্থ রোগীর পরিবারকে চিকিৎসা সহায়তায় ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত