সিলেটটুডে ডেস্ক

৩০ জানুয়ারি, ২০২২ ২০:০৭

সোমবার দায়িত্ব নিচ্ছেন আহবাবুর রহমান খান

সিলেটের বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন আহবাবুর রহমান খান শিশু।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পূর্বসূরি মামুনুর রশিদ মামুনের কাছ থেকে দায়িত্ব নেবেন তিনি। একইদিন দায়িত্ব গ্রহণ করবেন ইউপি সদস্যরাও।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান শেষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক দোয়া মাহফিলের আয়োজন রয়েছে। এতে দোয়া পরিচালনা করবেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ মৌলানা আবদুল আহাদ।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ও দোয়া মাহফিলে ইউনিয়নের সকলকে আমন্ত্রণ জানিয়েছেন নতুন চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি ১নং আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুসহ উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ পাঠ করান সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান। এরপর রোববার (৩০ জানুয়ারি) সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যদের শপথ পাঠ করান বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর।

গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহবাবুর রহমান খান শিশু স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ মামুনকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। এরআগে দুই দফা চেয়ারম্যান ছিলেন মামুন।

নির্বাচনে আহবাবুর রহমান খান শিশু ৫৫৪৯ ভোট পান। মামুনুর রশিদ মামুন পান ৪৯৮৭ ভোট। ইউপি নির্বাচনে অন্য দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদেক আহমেদ চৌধুরী টুরু (স্বতন্ত্র) ও জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা হোসাইন আহমদ।

২০১১ সালের নির্বাচনে আহবাবুর রহমান খান শিশু মামুনুর রশিদ মামুনের কাছে পরাজিত হন। পরের নির্বাচনে মামুন আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম জায়গীরদারকে হারিয়ে নির্বাচিত হন।

আপনার মন্তব্য

আলোচিত