সিলেটটুডে ডেস্ক:

১৯ মার্চ, ২০২২ ০০:২৯

আদিবাসি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভা

আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সম্মেলনের সম্ভাব্য তারিখ ১৪ মে ২০২১ নির্ধারণ করে সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) রাজশাহীর গণকপাড়াস্থ জাতীয় আদিবাসী পরিষদ অফিসে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী এপ্রিল মাসের মধ্যে আদিবাসী ছাত্র পরিষদের জেলা, বিশ্ববিদ্যালয়, কলেজ, উপজেলাসহ সকল পর্যায়ের কমিটির পরিবর্তন এবং নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১লা এপ্রিল ২০২২ তারিখের মধ্যে রাজশাহী মহানগর কমিটি গঠন করার উদ্দেশ্যে প্রচারণা চালানো হবে। একই সাথে আদিবাসী ছাত্র পরিষদের মুখপাত্র ‘সাহসী’ প্রকাশের জন্য লেখা আহ্বান করা হয়েছে।

সভায় আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি সাবিত্রী হেমব্রম, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, দপ্তর সম্পাদক পলাশ পাহান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেবতা হেমব্রম, সাংস্কৃিতক সম্পাদক প্রশান্ত মিনজ্ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা সভাপতি উপেন রবিদাস, সদস্য উত্তম মাহাতো প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত