সিলেটটুডে ডেস্ক:

০২ এপ্রিল, ২০২২ ১৯:১৭

হাসান আরিফের প্রয়াণে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শোক

বরেণ্য আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট।

সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন এবং সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী যুক্তবিবৃতিতে জানান হাসান আরিফ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬৫ সালের ৮ই ডিসেম্বর কুমিল্লার সাহেব বাড়িতে জন্ম নেয়া হাসান আরিফ আবৃত্তি চর্চায় যুক্ত হন সত্তরের দশকের শেষ দিকে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বও তিনি পালন করেছেন। দেশে আবৃত্তিচর্চার বুনিয়াদ গঠন এবং প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে তাকে। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনগুলোতে হাসান আরিফ ছিলেন সক্রিয়। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গণ হারালো সংস্কৃতির এক বীরযোদ্ধা কে। তার এই প্রয়াণ অপূরনীয়।

আপনার মন্তব্য

আলোচিত