সিলেটটুডে ডেস্ক:

০২ এপ্রিল, ২০২২ ২২:১০

২২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ বলেছেন, স্বেচ্ছাসেবক লীগ শেখ হাসিনার হাতে গড়া সংগঠন। সকলকে একসাথে কাজ করতে হবে। দলের মুখ্য ভূমিকায় দায়িত্ব পালন করতে হবে আজকের সম্মেলনের নির্বাচিত প্রতিনিধিদের বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে স্বেচ্ছাসেবকলীগকে এগিয়ে নিয়ে যেতে হবে।

করোনার সময় যখন গোটা বিশ্ব বিপর্যস্ত, তখন স্বেচ্ছাসেবকদের ঐকান্তিক প্রচেষ্টায় দেশ ঘুরে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী আপনাদের কৃতকর্মের প্রতি কৃতজ্ঞ। আপনারা জাতির পিতার আদর্শের সৈনিক। দেশ যখন শান্তি ও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সেই মুহুর্তে জামাত বিএনপি ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, দেশ যখন উন্নতির পথে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহুর্তে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। তারা দেশ ও বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। জামাত বিএনপি দেশকে অস্থির করতে চায়। এটা কোনভাবে হতে দেওয়া যাবে না। সরকারের ভাবমূর্তি রক্ষা করা আমাদের দায়িত্ব। এ দায়িত্ব থেকে সরা যাবেনা। যারা দেশের মধ্যে শান্তি নষ্ট করবে তাদের রেহাই নেই। তিনি অপশক্তির বিরুদ্ধে সকলকে সচেতন থাকার আহবান জানান।

শুক্রবার (১ এপ্রিল) উপশহরস্থ একটি রেষ্টুরেন্টের হলরুমে ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগরের সভাপতি আফতাব হোসেন খান।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য ডা. আবুল কালামের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক রাজেশ দাশ রাজুর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য অ্যাডভোকেট কামাল উদ্দীন, সিলেট জেলার সভাপতি আফসার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ছালেহ আহমদ সেলিম, ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রফেসর ডা. আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি চৌধুরী মাছুম, আওয়ামীলীগ নেতা শফিকুর রহমান, হাজী বাহার উদ্দিন, এম.এ ফয়সাল ছাদ, সিরাজুল ইসলাম খান, আব্দুর রহিম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরের সহ সভাপতি মজিবুর রহমান মালদার, বনশ্রী দাস অপু, জাহাঙ্গীর আলম, সফিকুল ইসলাম সফিক, ডা. রফিকুল হাসান জুয়েল, যুগ্ন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, বদরুল হোসেন খান কামরান, সাংগঠনিক সম্পাদক গোলাম হাসান চৌধুরী সাজন, ওয়ালী উল্লাহ বদরুল, যুব ও ক্রীড়া সম্পাদক করির আলম, নাঠ্য সম্পাদক রুহিন আহমদ, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক ফয়সল আহমদ ফাহাদ, ১৬ নম্বর ওয়ার্ড যুগ্ন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, ২৪ নম্বর ওয়ার্ড সভাপতি হানিফ আহমদ, সাধারণ সম্পাদক নিয়াজ খান, মহানগর যুবলীগ নেতা এইচ আর সুমন, সিলেট জেলা ছাত্রলীগ নেতা কাজী জুবায়ের আহমদ সহ ২২ নম্বর ওয়ার্ড যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত