সংবাদ বিজ্ঞপ্তি

১২ এপ্রিল, ২০২২ ০১:৩০

চা বাগানের শিক্ষার্থীদের পাশে এম এ সামাদ চৌধুরী ফাউন্ডেশন

কানিহাটি চাবাগানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে এম এ সামাদ চৌধুরী ফাউন্ডেশন।
রোববার ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল চা বাগানে গিয়ে এগুলো বিতরণ করেন।

৮৫ জন চা-শ্রমিক সন্তানের যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে তার জন্যে আগামী ছয় মাসের খাতা,কলম দিয়ে যান।

এতে উপস্থিত ছিলেন 'একটি বিদ্যার্থীর দৃষ্টি সংঘ' এর সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় এর মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থী সন্তোষ রবি দাস অঞ্জন। এছাড়া উপস্থিত ছিলেন  শিক্ষক সুজন রবিদাস ও ধরম রবি দাস।

এই শিক্ষা কার্যক্রমটি সন্তোষ রবি দাস অঞ্জন ২০১৩ সাল হতে চালিয়ে যাচ্ছেন। করোনাকালীন সময় এর পাশে দাঁড়ায়, সনাতন মৈত্রী ফাউন্ডেশন।

এম এ সামাদ চৌধুরী ফাউন্ডেশন এর প্রতিনিধির কাছে নিজেদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে সন্তোষ রবি দাস এবং অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের মত প্রকাশ করেন।

আপনার মন্তব্য

আলোচিত