সংবাদ বিজ্ঞপ্তি

১৩ মে, ২০২২ ১৩:৩১

নিত্যগোপাল গোস্বামী আগামীকাল সিলেট আসছেন

শ্রীশ্রী হরিভক্তি প্রচারিণী সভা, সিলেট শাখা কর্তৃক আয়োজিত শ্রীশ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত মহোৎসবের পৌরহিত্য করার উদ্দেশ্যে শনিবার (১৪ মে) শ্রী নিত্যানন্দ বংশাবতংস পাঠক সম্রাট প্রভুপাদ শ্রীল নিত্যগোপাল গোস্বামী সিলেটে আসবেন।

রবিবার সন্ধ্যায় শ্রীশ্রী নৃসিংহ প্রভুর অভিষেক, বিশেষ পূজার্চ্চনা ও প্রহ্লাদাদির পূজা "মুক্তি স মিল", ফরহাদখাঁর পুল, শিবগঞ্জ, সিলেটে অনুষ্ঠিত হবে।

এরপর ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় সাড়ে ৭টায় মির্জাজাঙ্গাল এলাকার নিম্বাক আশ্রমে নিত্যগোপাল গোস্বামী শ্রীমদ্ভাগবত পাঠ পরিবেশন করবেন।

এছাড়া ১৫ মে থেকে ২১ মে পর্যন্ত সিলেটে অবস্থানকালীন সময়ে তিনি প্রতিদিন সকাল ১০ টায় দীক্ষা প্রদান করবেন। দীক্ষা নিতে আগ্রহী ভক্তগণকে দীক্ষা ব্যবস্থাপক বনমালী দত্তের (মোবাইল ০১৭১৬২৯৫৫৩৫) সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য যে, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে নিত্যগোপাল গোস্বামীর পৌরহিত্যে শ্রীশ্রী হরিভক্তি প্রচারিণী সভা, সিলেট শাখার আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর ব্যবহৃত শ্রীচরণ পাদুকার সিলেটে শুভাগমন হয়েছিল। উক্ত মহোৎসবে কীর্তন পরিবেশন করেছিলেন শ্রী অঞ্জন উপাধ্যায়, ভক্তিমূলক সংগীত পরিবেশন করেছিলেন ভারতের প্রখ্যাত সংগীত শিল্পী শ্রীমতি অদিতি মুন্সি।

মহামারীর কারণে দীর্ঘদিন পর আবারও সিলেটের ভক্তদের আনন্দ দানের উদ্দেশ্যে প্রভুপাদ এর সিলেট আগমন উপলক্ষে আয়োজিত সকল আয়োজনে শ্রীশ্রী হরিভক্তি প্রচারিণী সভা, সিলেট শাখার পক্ষ হতে ভক্তবৃন্দকে  সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত