সংবাদ বিজ্ঞপ্তি:

০১ জুন, ২০২২ ০২:১৭

বড়লেখায় বিনা মূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়

মৌলভীবাজারের বড়লেখায় শিক্ষার্থীদের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

গত রোববার টেকাহালি উচ্চ বিদ্যালয় সভাকক্ষে এফএস ক্লাব বড়লেখার উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে টেকাহালি উচ্চ বিদ্যালয়ের ২১০ জন শিক্ষার্থীর বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বড়লেখা ব্লাড ডোনেট ক্লাব এতে সহযোগিতা করেছে।

এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের প্রতিষ্ঠাতা ও স্থায়ী পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বাবলু, স্থায়ী পরিষদ সদস্য বদরুল ইসলাম বদর, জ্যেষ্ঠ সদস্য জামিল আহমদ, কার্যকরী কমিটির সভাপতি কামরুল ইসলাম, অর্থ সম্পাদক জুনেদ আহমদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জামিল হোসেন, কার্যকরী পরিষদ সদস্য মিজান আহমদ, এফএস ক্লাবের সদস্য আব্দুল আহাদ ইমরান, সাইফুল আলম সাহান, আব্দুর শাক্কুর ওয়াহিদ, আমিনুর রহমান জাবের, রুহুল আমিন, আবু বক্কর রাসেল, আদনান সামী, সাদেক হোসেন সাবের, আশরাফুল ইসলাম, রনি কর, রিফাত হোসেন, শামীম আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত