সিলেটটুডে ডেস্ক

২৪ ফেব্রুয়ারি , ২০২৩ ০১:১৯

হাজী সিকান্দার আলী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

হাজী সিকান্দার আলী ফাউন্ডেশন কর্তৃক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসএসসি-এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে এ-প্লাস ও ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে সংবর্ধনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) আংগারজুর আলিম মাদ্রাসার হলরুমে ক্বারি মাওলানা কামাল উদ্দিন ও সাংবাদিক লোকমান হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খলিলুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন মো. রাজু আহমদ ও শুভেচ্ছা বক্তব্য দেন আল ইসলাহ গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি ক্বারি মাওলানা মছদ্দর আলী।

অনুষ্ঠানে বক্তব্য দেন হাজী সিকান্দার আলি ফাউন্ডেশনের ফাউন্ডার হাফেজ মাওলানা মোহাম্মদ বশির উদ্দিন, হেলাল আহমদ, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মতিউর রহমান, পিয়াইনগুল জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আসাদুজ্জামান, গ্রাফিক্স জোনের পরিচালক নেসার আহমদ জামাল, ব্যবসায়ী শাহিন আহমদ, সাংবাদিক হেলাল আহমদ বাদশা, মাওলানা শাহজাহান আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, সমুজ আলী প্রমুখ।

২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি-এইচএসসি ও সমমান পরীক্ষায় এ-প্লাস ও ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সার্টিফিকেট ও শিক্ষা সামগ্রী তোলে দেন অতিথিবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত