সিলেটটুডে ডেস্ক

২৬ ফেব্রুয়ারি , ২০২৩ ২২:৪৮

ছোটকাগজ ‘বর্ণরেখা’ চতুর্থ সংখ্যার জন্য লেখা আহ্বান


বড় কাগজের লেখক বনাম ছোট কাগজের লেখকের পরিচয় সেখান থেকেই বিভক্ত হয়েছে কালে কালে। অথচ সাহিত্যচর্চার মূল ক্ষেত্রটি হচ্ছে- সাহিত্যের ছােট কাগজ। লিটল ম্যগাজিন নামেই যা সমধিক পরিচিত।
 
সাহিত্যের বিবর্তন এবং বিনির্মাণে ছোটকাগজগুলো বিশেষ ভূমিকা রেখে আসছে।

বলা যায়, তিরিশের দশক থেকেই সাহিত্যপত্রগুলো মুক্তবুদ্ধির চর্চা ও বিকাশে সাহিত্যের বিশালতা বাড়িয়েছে নান্দনিকভাবে। দুই বাংলায় বিভিন্ন সময়ে সাহিত্যপত্রগুলো গড়ে তুলেছে আলোচক ও লেখকগোষ্ঠী। যেসব লেখক একসময় নিয়মিত ছোটকাগজে লিখেছেন, তারাই পরবর্তী সময়ে বাংলাভাষার প্রধান কবি-লেখকে ভূষিত হয়েছেন পাঠক-বিবেচনায়।

তারই ধারাবাহিকতায়  আলোচিত লিটল ম্যাগ ‘বর্ণরেখা’-এর চতুর্থ সংখ্যা প্রকাশ হচ্ছে। নবীন ও প্রবীন লেখকরা শুধু কবিতা ডাকযোগে অথবা মেইল পাঠাতে পারেন।

যোগাযোগ
সম্পাদক ‘বর্ণরেখা’
রেজুওয়ান কোরেশী
গ্রামঃ সৈয়দপুর হাড়িকোনা
ডাকঘরঃ সৈয়দপুর- ৩০৬১
জগন্নাথপুর,সুনামগঞ্জ
ই – মেইলঃ [email protected]
মোবাইলঃ +৮৮০১৩১৬-৪৪৬৪৩৬

আপনার মন্তব্য

আলোচিত