সিলেটটুডে ডেস্ক

১২ জুন, ২০২৩ ২৩:১০

ফজলুর রহমান চৌধুরীর ‘ভালোবাসার অবগাহন’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

প্রবাসী কবি ফজলুর রহমান চৌধুরীর প্রথম গবেষণা গ্রন্থ ‘ভালোবাসার অবগাহন’র প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জুন) সন্ধ্যায় সিলেটের মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি রাহনুমা সাব্বির চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল।

তিনি তার বক্তব্যে বলেন, কবি ফজলুর রহমান চৌধুরী মা মাটি দেশ ছেড়ে প্রবাসের মাটিতে কর্মব্যস্ততার মধ্যেও তিনি নিয়মিত লেখালেখির মাধ্যমে নিজের মননশীলতার পরিচয় দিয়ে যাচ্ছেন। দেশের প্রতি এবং দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণেই তিনি নিয়মিত মানুষের সুখ দুঃখের কথা নিয়মিত লিখে যাচ্ছেন। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য শফিকুর রহমান চৌধরীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ ব্যাংক সিলেটের পরিচালক আমিনুল ইসলাম, সাবেক কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ।

বক্তব্য দেন ডা. লুকমান হেকিম, সৈয়দ মো. তাহের, সিলেট বেতারের অনুষ্ঠান পরিচালক অ্যাডভোকেট আব্দুল মালিক, সিলেট সিটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেনোয়ারা আক্তার চিনু, কবি মাসুমা টফি একা, কবি কেজে লিপি, অধ্যাপক সিরাজুল হক, শহিদুল ইসলাম, জান্নাত আরা খান পান্না, পরেশচন্দ্র দেবনাথ, আতিকুর রহমান, রঞ্জন দত্ত পুরকায়স্ত, উত্তম কুমার চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ সফিউল হক চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত