
০৩ ফেব্রুয়ারি , ২০২৫ ১৭:৩২
ছবি: সংগৃহীত
শীতের তীব্রতার কারণে সারাদেশের ন্যায় মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় শীতবস্ত্র উপহার প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামী বড়লেখা পৌরসভার আয়োজনে ও সমাজসেবক শিক্ষানুরাগী মেয়র পদপ্রার্থী খিজির আহমদের পক্ষ থেকে শীতার্তদের মাঝে উপহার স্বরুপ কম্বল প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার সন্ধ্যা ৬ টায় স্থানীয় কার্যালয়ে পৌর জামায়াতের সভাপতি মো. জুবের আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুস সামাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মো. কামাল উদ্দিন, পৌর জামায়াতের সহ সভাপতি ইসমাইল আলী, মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার প্রভাষক তারেক আহমদ, পৌর জামায়াতের সহ সাধারণ সম্পাদক কবির আহমেদ, অফিস সম্পাদক মাহমুদুল হক চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি প্রমুখ।
শীত নিবারণে উষ্ণতার কম্বল পেয়ে খুশি হন উপকারভোগী শীতার্ত মানুষেরা। তারা জামায়াতে ইসলামীর এই মহতি উদ্যোগের প্রশংসা করেন।
আপনার মন্তব্য