সিলেটটুডে ডেস্ক

১১ ফেব্রুয়ারি , ২০২৫ ২১:৩৫

বসন্তের সাজে মাতোয়ারা ‘বৈতালিক’

"আজি বসন্ত জাগ্রত দ্বারে" ঋতুরাজ বসন্ত দোয়ারে কড়া নাড়ছে। বাঙালির মনেও লেগেছে রং। তাই বৈতালিকের আয়োজনেও লেগেছে বসন্তের ছোঁয়া। বৈতালিকের মডেলরাও সেজেছে ফাগুনের সাজে।

বৈতালিকের পোশাকে বাঙালির দেশীয় ঐতিহ্য সবসময়ই ফুটে উঠে। এবারও তার ব্যতিক্রম নয়।বসন্তের আয়োজন নিয়ে বৈতালিকের এক ঝাঁক মডেল সেজেছে।নানা রঙে রঙিন তাদের এই আয়োজন।

এতে অংশ নেয় মডেল পরী, জান্নাত, ফারিয়া, লায়েক, রাহিম, জুনেদ, সামি, ইফতেখার, মাহি।বৈতালিকের শাড়ি ও পাঞ্জাবীর সেজে ফাগুনের মোহনায় ভাসতে দেখা যায় তাদের।এই ফটোশ্যুটে ডিরেকশনে ছিলেন জয়ন্ত কুমার দাস। ফটোগ্রাফার ছিলেন বাবলু রায়।

বসন্ত মানেই প্রকৃতিজুড়েই রঙিন ফুলের সমাহার। তাই এই বসন্তবরণে বেছে নিতে পারেন বাহারি ফুলের গহনা। বসন্তবরণে ফুলের গহনাই বেশ মানানসই।

বসন্ত উপলক্ষে তাই সিলেটের পূর্ব জিন্দাবাজারের সহির প্লাজায় অবস্থিত বৈতালিকে রয়েছে নান্দনিক, রুচিশীল শাড়ি, পাঞ্জাবি, টপস, ওড়না ইত্যাদি।

আপনার মন্তব্য

আলোচিত