সিলেটটুডে ডেস্ক

০১ মে, ২০১৬ ১৯:৪৫

সরকার শ্রমিকদের উপর নির্যাতন চালাচ্ছে: নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, শ্রমিকদের দাবী পূরণে বিএনপি সর্বদা স্বোচ্চার ছিল। বর্তমান অবৈধ আওয়ামী সরকার দেশের সর্বস্থরের শ্রমিকদের উপর নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে। দেশে প্রকাশ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী ক্যাডাররা শ্রমিকদের উপর লাঠি পেটাসহ পাশবিক নির্যাতন-নিপীড়ন চালিয়ে যাচ্ছে।

তিনি রবিবার সিলেট নগরীর সাপ্লাই রোডস্থ একটি কমিনিউটি সেন্টারে মে দিবস উপলক্ষ্যে সিলেট জেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন, শ্রমিকদের দাবী পূরণে বিএনপি ক্ষমতা থেকে যেমন কাজ করছে ক্ষমতার বাইরে গিয়েও তেমনি কাজ করছে। শ্রমিকদের দাবী আমাদের দাবী। শ্রমিকদের পরিশ্রম ও সাহসী  ভ‚মিকার কারণে পুরো বিশ্বে বাংলাদেশের ভাবমূতি উজ্জ্বল ছিল। কিন্তু বর্তমান সরকার ষড়যন্ত্রমূলকভাবে দেশের শিল্প কারখানা বন্ধ করে দিয়ে হাজার হাজার শ্রমিকের বেকার জীবনযাপনের দিকে ঠেলে দিয়েছে।

সিলেট জেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক স্বপন মিয়া এবং সহ-সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ চৌধুরী লিটনের যৌথ পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আহমদ, সাবেক কমিশনার হুমায়ুন কবির শাহীন, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুরমান আলী, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য এমদাদ হোসেন চৌধুরী, জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মহানগর শাখার সভাপতি শাহজাহান সেলিম বুলবুল, মহানগর শ্রমিক দলের সভাপতি আলকাছ মিয়া, সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ মামুন, মাসুক মিয়া প্রমুখ।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মতিন। সভায় বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কাচ্ছু মিয়া, দপ্তর সম্পাদক ইউনুস খান, হেলাল আহমদ, সুহানুর রহমান সুহান, ওয়াহিদ বক্রা, জিয়াউল ইসলাম, তাজুল ইসলাম, মাসুদ রানা, তাজুল ইসলাম, বাদল মিয়া, মানিক মিয়া প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শ্রমিক নেতা নিজাম উদ্দিন।

আপনার মন্তব্য

আলোচিত