সিলেটটুডে ডেস্ক

০৬ জুন, ২০১৬ ১৪:১৯

সিলেটে শেষ হলো শাস্ত্রীয় সংগীত প্রশিক্ষণ কর্মশালা

সিলেটে ৭ দিনব্যাপী শাস্ত্রীয় সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ও সিলেট জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় গত ৩০ মে থেকে একাডেমির চিত্রশালা শুরু হয়ে ৫ জুন (সোমবার) রাত ৯টায় কর্মশালার সমাপনী অনুষ্ঠান করা হয়।

সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও নাট্যকলায় জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক প্রাপ্ত ভবতোষ রায় বর্মণ, যন্ত্রশিল্পীতে সম্মাননা পদক প্রাপ্ত গুণীজন পান্না দাস, কর্মশালার প্রশিক্ষক বিশিষ্ট গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী শহীদুজ্জামান স্বপন ও তবলা সহকারী জাকির হোসেন। 

অনুষ্ঠানের শুরুতেই কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের পক্ষে আশরাফুল ইসলাম অনি ও বৃষ্টি রাজ ঋতু এবং অভিভাবকবৃন্দের পক্ষে বেলাল আহমেদ শুভেচ্ছা বক্তব্য রাখেন। 

সপ্তাহব্যাপী এই কর্মশালায় সিলেটের ৭২ জন নবীনশিল্পী অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত