সিলেটটুডে ডেস্ক

০৭ জুন, ২০১৬ ০১:৩৭

জেলা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক কর্মকর্তার অপসারণের দাবিতে সভা

সিলেটের জেলা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্তের অপসারণের দাবিতে সোমবার বিকাল ৫ টায় সারদা হল সংলগ্ন সম্মিলিত নাট্য পরিষদের মহড়া কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সিলেটের সভাপতি অনিল কৃষাণ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত বক্তারা সিলেটের জেলা প্রশাসকের কাছে সাংস্কৃতিক কর্মকর্তার অপসারণের লক্ষ্যে জানানো দাবি দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানান।

সভায় বক্তব্য রাখেন সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, চিত্রশিল্পী অরবিন্দু দাসগুপ্ত, আল আজাদ, রানা কুমার সিংহ, জামাল উদ্দিন হাসান বান্না, অনুপ কুমার দেব, আমিরুল ইসলাম বাবু, বিভাষ শ্যাম যাদন, শামসুল বাসিত শেরো, শামসুল আলম সেলিম, নীলাঞ্জন দাশ টুকু, বিপ্লব শ্যাম পুরকায়স্থ, সুকোমল সেন, অনিমেষ বিজয় চৌধুরী, বিজন রায়, হুমায়ুন কবীর জুয়েল, নীলাঞ্জনা দাশ জুঁই, ইন্দ্রাণী সেন শম্পা, সুপ্রিয় দেব শান্ত, ইসমাইল গণি হিমন প্রমুখ।

সভায় বক্তারা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাসগুপ্তকে দ্রুত অপসারণের জন্য জেলা প্রশাসক মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন এবং অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।

আপনার মন্তব্য

আলোচিত