সিলেটটুডে ডেস্ক

১২ জুন, ২০১৬ ০০:৩৬

ছাত্রদল নেতা কর্মীদের বাসা বাড়িতে তল্লাসির নিন্দা

১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি জামাল আহমদ খান, ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবির হাসান মুহিন ও মহানগর ছাত্রদল নেতা ইমাদ উদ্দিন চৌধুরী সহ গণগ্রেফতারের নামে গণবাণিজ্যের অংশ হিসাবে গ্রেফতারী পরোয়ানা ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ছাত্রদল নেতা কর্মীদের বাসায় পবিত্র মাহে রমজানে তল্লাসির নামে পরিবারের সদস্যদের হয়রানীর তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুল করিম জেহিন, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মেরাজ ও সাবেক সভাপতি দেওয়ান আরাফাত চৌধুরী জাকির।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণগ্রেফতারের নামে গণবাণিজ্যের অংশ হিসাবে বিরোধী দল দমনের চেষ্টা চলছে। বিরোধী দলের নেতা কর্মীদের বাসা বাড়িতে পবিত্র মাহে রমজানের রাতে বিভিন্ন সময় গ্রেফতারী পরোয়ানা ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র বিহীন পুলিশি তল্লাসি ও পরিবারের সদস্যদের সাথে অসৌজন্য মূলক আচরণ অবিলম্বে বন্ধ করুণ অন্যথায় সিলেট ছাত্রদলের নেতৃবৃন্দ কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।

অনুরূপ এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট মহানগর শাখার আহবায়ক বিএনপি নেতা সালেহ আহমদ খসরু ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান শাহীনের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছাত্রদল নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত