সিলেটটুডে ডেস্ক

১২ জুন, ২০১৬ ০০:৫৩

সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

সিলেটের বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দের সরব অংশগ্রহণে সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

শনিবার (১১ জুন) সন্ধ্যায় নগরীর কুমারপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা, পেশাজীবী নেতৃবৃন্দের উপস্থিতিতে সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল সকল শ্রেণী-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়েছিল।

সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওয়েছ খছরুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেলের পরিচালনায় ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল আয়োজক কমিটির আহবায়ক ও সিনিয়র সাংবাদিক সালাম মশরুর।

ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, এ ইফতার মাহফিল ধর্মীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকেনি, হয়ে উঠেছে ধর্মীয় সম্প্রীতির এক বিশাল মেলবন্ধনে। যা দেশের স্বার্থে খুবই প্রয়োজন। এমন আনন্দঘন আয়োজনের জন্য সিলেট জেলা প্রেসক্লাব অবশ্যই প্রশংসার দাবি রাখে।

সিলেটের উন্নয়ন ও অগ্রগতির স্মারক হয়ে সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যরা দেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে ইফতার মাহফিলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। এসময় তারা সিলেট জেলা প্রেসক্লাবের সঙ্গে সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাদের চমৎকার সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন। আগামীতে সিলেট জেলা প্রেসক্লাবের অগ্রযাত্রায় সবার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তারা।

ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন দৈনিক খবর’র সিলেট প্রতিনিধি মাওলানা খলিলুর রহমান।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রোকন উদ্দিন আহমদ, স্থানীয় সরকার বিভাগ সিলেটের পরিচালক মতিউর রহমান, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল আহাদ, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, সিলেটের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, সিলেটের সিনিয়র জেল সুপার সগীর মিয়া, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আ.ন.ম শফিকুল হক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জাসদ (একাংশ) এর জেলা সভাপতি কলমদর আলী, মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মোরশেদ আহমদ চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, সিলেট জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট একেএম শমিউল আলম, সিলেটের জিপি এডভোকেট খাদেমুল মিল্লাত জালাল, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি সালা উদ্দিন আলী আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি হাসিন আহমদ, গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলী, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড সিকন্দর আলী, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ডের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল খালিক, ব্লাস্ট সিলেটের পরিচালক ইরফানুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এটিএম হাসান জেবুল, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী, সিনিয়র সাংবাদিক ও দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি চৌধুরী মুমতাজ আহমদ, সিলেটের সিনিয়র সাংবাদিক ও বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, দৈনিক জালালাবাদের ভারপ্রাপ্ত সম্পাদক আজিজুল হক মানিক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগ নেতা ফয়জুল আনোয়ার আলাওর, সিলেট জেলা জজকোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ সার্কেল) বাসুদেব বণিক, অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুুর রহমান জামিল, র‌্যাব-৯ এর সহকারি পরিচালক জিএম ইমরান, এএসপি সুজন চন্দ্র সরকার, সিলেট জেলা জজকোর্টের জিপি এডভোকেট রাজ উদ্দিন, নারী নেত্রী মারিয়াম চৌধুরী মাম্মী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল, সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আবুল হুসেন, শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর আবদুর রকিব তুহিন, শামীমা স্বাধীন, দিবারাণী দে, মহানগর শ্রমিক লীগের আহবায়ক জাফর চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জগলু চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, খন্দকার আবদুল মালিক ফাউন্ডেশনের পরিচালক মাহবুব আহমদ, সম্মিলিত নাট্য পরিষদের সহ-সভাপতি খোয়াজ রহিম সবুজ, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক বাদশাহ গাজী, সিলেট বেতারের নিজস্ব সংবাদদাতা শফিকুর রহমান চৌধুরী, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক তাহের, খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আফসর আহমেদ, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক রেজাউল করিম নাচন, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি এডভোকেট সাঈদ আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ময়নুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, মহানগর ছাত্রলীগ সভাপতি আবদুল বাসিত রুম্মান, সাবেক যুগ্ম সম্পাদক এমএইচ ইলিয়াসী দিনার, জালালাবাদ গ্যাস সিবিএ নেতা শাহ আলম, এসিড সন্ত্রাস নির্মূল কমিটি (এসনিক)-এর সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রশিদুল ইসলাম রাশেদ, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা এডভোকেট আব্বাস উদ্দিন আহমদ প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক যুগান্তর’র ব্যুরো প্রধান রেজওয়ান আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল মুকিত, সাবেক সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক সাত্তার আজাদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় শাখার সভাপতি ইকবাল মনসুর, দৈনিক যুগভেরীর নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা, দৈনিক মানবকন্ঠ’র সিলেট ব্যুরো প্রধান মনোয়ার জাহান চৌধুরী, সিলেট সুরমা’র নির্বাহী সম্পাদক আমিনুল ইসলাম রুকন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরী, চ্যানেল নাইন’র সিলেট প্রতিনিধি দেবাশীষ দেবু, চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকি, বাংলানিউজ২৪ডটকম’র স্টাফ করেসপন্ডেন্ট নাসির উদ্দিন, দৈনিক সবুজ সিলেট’র সিনিয়র রিপোর্টার অহী আলম রেজা, সাপ্তাহিক গ্রাম সুরমা’র সম্পাদক ও প্রকাশক হাসিনা বেগম চৌধুরী, জিটিভি’র সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমি, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ছত্রী, যমুনা টেলিভিশনের রিপোর্টার প্রত্যুষ তালুকদার, সিলেট ক্রীড়ালেখক সমিতির সহ-সভাপতি মান্না চৌধুরী, সিলেটভিউ২৪ডটকম’র বার্তা সম্পাদক আনন্দ সরকার, আমাদের অর্থনীতির ব্যুরো প্রধান আশরাফ চৌধুরী রাজু, সাপ্তাহিক বাংলার বারুদ’র সম্পাদক হুসাইন আহমদ, নির্বাহী সম্পাদক এম বাবর হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন- ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা তারেক উদ্দিন তাজ, যুবলীগ নেতা সুবেদুর রহমান মুন্না, রিমাদ আহমদ রুবেল, সীমান্তিক’র সদস্য সচিব শামীম আহমদ, দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এম ইকবাল হোসেন, সিলেট সদর দলিল লেখক সমিতির সভাপতি ময়নুল ইসলাম খান সায়েক, সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি মুনিম মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, চেইজ বিগিনস’র সভাপতি তামিমুল করিম হৃদয়, নির্বাণ’র সভাপতি কামাল আহমদ খান, মহানগর শ্রমিক লীগের য্গ্মু আহবায়ক নাজমুল আলম রুমেল, ছাত্রলীগ নেতা রাজেশ সরকার, নাফিস শামস তিয়াস, বোরহানবাগ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মামুন মিয়া, সংবাদপত্র পরিবেশক সিরাজ মিয়া, ইসমাইল হোসেন, ইউএস বাংলার কর্মকর্তা বেলায়েত হোসেন লিমন ও মারজান চৌধুরী, এপেক্সিয়ান কাইয়ুম চৌধুরী ও কামরুল ইসলাম প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- মোহনা টিভির সিলেট ব্যুরো প্রধান মুজিবুর রহমান ডালিম, সাংবাদিক অমিতা সিনহা, দৈনিক যুগভেরী’র স্টাফ রিপোর্টার সৈয়দ বাপ্পী, বণিক বার্তার সিলেট প্রতিনিধি আলী আকবর কোহিনুর, শ্যামল সিলেট’র স্টাফ রিপোর্টার রায়হান উদ্দিন নয়ন, সিলেট সুরমা’র স্টাফ রিপোর্টা নোমান বিন আরমান, উত্তরপূর্ব’র স্টাফ রিপোর্টার জিল্লুর রহমান জিলু, মাইস্নাম রাজেশ, আজকের পত্রিকার সিলেট প্রতিনিধি মঞ্জুর হোসেন খান, ফটো সাংবাদিক মামুন হাসান, এএইচ আরিফ, ইউসুফ আলী, মুহিদ হোসেন, শংকর দাস, নুরুল ইসলাম, রফিকুল ইসলাম সুজন, মাহমুদ হোসেন, সুব্রত দাস, আনোয়ার হোসেন, একুশে টিভি’র ক্যামেরাপারসন সোহাগ আহমদ, দৈনিক ইনকিলাব’র সিলেট প্রতিনিধি খলিলুর রহমান, রাইজিংবিডি ডটকম’রর সিলেট বিভাগীয় প্রতিবেদক রফিকুল ইসলাম কামাল, দৈনিক সবুজ সিলেট’র স্পোর্টস রিপোর্টার মোস্তাফিজ রুম্মান, সবুজ সিলেট’র স্টাফ রিপোর্টার সুবর্ণা হামিদ, শাবি প্রেসক্লাব’র সহ-সভাপতি নাবিউল ইসলাম দিপু, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন, সদস্য সাঈদ সায়েম, জিয়াউল ইসলাম, মেহেদি কবির, ইমরান হোসেন, সিলেটভিউ২৪ডটকম’র স্টাফ রিপোর্টার এনামুল কবীর, দিব্য জ্যোতি সী. মাইটিভির ক্যামেরা পারসন শাহীন আহমদ, জিটিভি’র ক্যামেরা পারসন ছয়ফুল হক অপু, আমাদের অর্থনীতির সিলেট প্রতিনিধি মখলিছুর রহমান প্রমুখ।

প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মঈন উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক এস সুটন সিংহ, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফয়সল আহমদ মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এ মালেক, পাঠাগার সম্পাদক কাইয়ুম উল্লাস, দপ্তর সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, নির্বাহী সদস্য তুহিনুল হক তুহিন, ইমরান আহমদ, রজত কান্তি, এন এইচ শিপু।

আপনার মন্তব্য

আলোচিত