সিলেটটুডে ডেস্ক

১২ জুন, ২০১৬ ১৭:০৫

গুপ্ত হত্যার প্রতিবাদে সিলেটে জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন

ঝিনাইদহের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী, গোপালগঞ্জের সাধু পরমানন্দ রায়, নাটোরের খ্রিষ্টান ব্যবসায়ী সুনীল গোমেজ, পাবনার হেমায়েতপুরের সৎ সঙ্গের সেবক নিত্য রঞ্জন পান্ডে, চট্টগ্রামের পুলিশ সুপারের স্ত্রী মিতু আক্তার, উত্তরায় সেনা কর্মকর্তার মা ও হিন্দু স্কুল শিক্ষিকার খুনীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে ও সারাদেশে সংখ্যালঘুদের বাড়ি-ঘরে ও মট-মন্দিরে হামলা এবং জমি দখলের প্রতিবাদে রোববার দুপুর ১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট শাখার উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার সভাপতি এড. মিলন ভট্টাচার্যের সভাপতিত্বে ও সহ সম্পাদক রাজ কুমার দাসের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা হিন্দু মহাজোটের সহ সভাপতি নিহার রঞ্জন দাস বাচ্চু, সুভাংশু দে অপু, সাধারণ সম্পাদক অতীন্দ্র কুমার দেব, অর্থ সম্পাদক গণেশ দেব,  সহ সম্পাদক লিটন রায়, সিলেট মহানগর শাখার সভাপতি এড. সুশীল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক এড. গংগেশ চন্দ্র দাশ, রাখাল পাল, সিলেট যুব মহাজোটের সভাপতি এড. রঞ্জু দেবনাথ, সহ সভাপতি রমা চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক এড. দিপংকার পাল রনি, যুগ্ম সাধারণ সম্পাদক এড. শতদল চক্রবর্তী সাগর, সাংগঠনিক সম্পাদক গুনসিন্ধু দেবনাথ সুমন,  লিটন চক্রবর্তী, সুব্রত দাস, ছাত্র মহাজোটের সভাপতি দিভাকর দাস, সহ সভাপতি সুমন পাল, গোপাল দাস, সাধারণ সম্পাদক বিজিত চন্দ্র দাস সহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ সাগর কৃষ্ণ দাস, প্রদীপ দেব, জয়ন্ত ধর, নিলমনি ধর, অনন্ত দেবনাথ, অজয় দেব, মাখন সূত্রধর, রাজু সিংহ, রূপন দে, সঞ্চিত কুমার দাস, দীপ্ত দাস, জীবন দেব, টিটু সেন, সাগর রায়, সমিরন রায়, শুভ্র দত্ত, সৌমিক দত্ত, মানষ ভট্টাচার্য, অনুপম দাস রাহুল, সুমন ঘোষ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত