সিলেটটুডে ডেস্ক

১৮ জুন, ২০১৬ ২৩:০৪

বড়লেখায় বিভিন্ন স্থানে ইফতার মাহফিল

মৌলভীবাজারের বড়লেখায় শনিবার (১৮ জুন) সমাজসেবী সংগঠন জাগরণ সমাজ কল্যাণ যুব সংঘ, ক্রিড়া সংগঠন অজমির জুনিয়র ক্রিকেট ক্লাব ও বড়লেখা উপজেলা ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে পৃথক ইফতার মাহফিল, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বড়লেখা উপজেলা ছাত্র মজলিস:
পৌরসভা হলরুমে ইফতার মাহফিলের পূর্বে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা ছাত্র মজলিসের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারী আবুল হাসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সোহাইল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল কাশেম, জেলা খেলাফত মজলিসের সভাপতি অধ্যাপক আব্দুস সবুর, সেক্রেটারী আব্দুল খালিক, তথ্য ও গবেষণা সম্পাদক এম.এম আতিকুর রহমান, জেলা ছাত্র মজলিসের সভাপতি এহসানুল হক, সাবেক সভাপতি খাইরুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী মাওলানা এনামুল হক, ছাত্রমজলিস শাবি’র সেক্রেটারী ফখরুল ইসলাম, সাবেক উপজেলা সভাপতি মনসুর আহমদ প্রমুখ।

জাগরণ সমাজ কল্যাণ যুব সংঘ:
সংগঠনের কার্যালয়ে ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংঘ’র সভাপতি শাহরিয়ার জামান খালেদের সভাপতিত্বে ও সম্পাদক সাহেদুল ইসলামের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিরাজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, আ’লীগ নেতা মহি উদ্দিন গুলজার, ইউপি সদস্য আলতাফ হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এখলাছ উদ্দিন, আব্দুল মালিক সমাজসেবক আশরাফ হোসেন, ইমাম উদ্দিন, মুজিবুল হক খোকন, প্রবাসী সৈয়দ মাসুক আহমদ, কলিম আহমদ প্রমুখ।  

অজমির জুনিয়র ক্রিকেট ক্লাব:
অজমির সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে ইফতার মাহফিলের পূর্বে কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্যানেল মেয়র তাজ উদ্দিন, কাউন্সিলর আব্দুল হাফিজ ললন, ক্লাবের উপদেষ্টা মীর মুহিবুর রহমান, শামীম আহমদ, ক্লাবের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন মোহন চৌধুরী, ক্লাবের সভাপতি বাবু গণেশ চন্দ্র প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত