সিলেটটুডে ডেস্ক

২০ জুন, ২০১৬ ১৬:০২

সাংস্কৃতিক কর্মকর্তা অপসারণের দাবিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বিবৃতি

সিলেট জেলা শিল্পকলা একাডেমীর বিতর্কিত সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্তের নানা অনৈতিক কর্মকাণ্ডে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, উক্ত কালচারাল অফিসার সিলেট জেলা শিল্পকলা একাডেমীতে যোগদানের পর থেকেই সিলেট জেলার সংস্কৃতি অঙ্গনের সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট শিল্পীদের সাথে ধৃষ্টতাপূর্ণ আচরণসহ নানা ধরণের অনৈতিক কর্মকাণ্ড করে সংস্কৃতি অঙ্গনকে কলুষিত করে তুলছেন।

ইতোপূর্বে বারংবার বিতর্কিত কর্মকাণ্ড করে, পরবর্তীতে ক্ষমা চেয়ে এবং একটি স্বার্থান্বেষী মহলের আশ্রয়ে পার পেয়ে গেলেও সম্প্রতি সময়ে তার নানা কর্মকাণ্ড অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। তার চারিত্রিক স্খলন, শিল্পকলার সম্মানিত প্রশিক্ষকবৃন্দ যারা অন্তরের তাগিদে যৎসামান্য সম্মানীর বিনিময়ে সিলেটের ঐতিহ্যময় সাংস্কৃতিক অঙ্গনকে ঋদ্ধ করার জন্য নিজেদেরকে নিয়োজিত করেছেন, তাদের প্রতি ধৃষ্টতাপূর্ণ আচরণ, সর্বজন শ্রদ্ধেয় বরেণ্য গুণীজনের প্রতি অসৌজন্যমূলক আচরণ এবং প্রশিক্ষণার্থীদের সম্মানিত অভিভাবকবৃন্দের প্রতি তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ ব্যবহারের মাধ্যমে এই অসিত বরণ দাশ গুপ্ত সিলেট এর সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পীঠস্থান জেলা শিল্পকলা একাডেমীর পরিবেশকে কলুষিত করে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন।

তার বিতর্কিত কর্মকাণ্ডের জোরে ইতোমধ্যে দুজন সম্মানিত প্রশিক্ষক বরেণ্য চিত্রশিল্পী এবং সিলেট জেলা শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগের প্রতিষ্ঠাতা প্রশিক্ষক শ্রী অরবিন্দ দাশ গুপ্ত এবং একই বিভাগের প্রশিক্ষক ইসমাইল গণি হিমন শিল্পকলা একাডেমী থেকে পদত্যাগ করেছেন যা সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের জন্য একটি অশনি সংকেত।

এহেন পরিস্থিতিতে সিলেট জেলা শিল্পকলা একাডেমীর সার্বিক পরিবেশ কলুষমুক্ত করার জন্য বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখা বিতর্কিত সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্তকে দ্রুত অপসারণের জন্য জোর দাবী জানাচ্ছে এবং কোন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির পূর্বেই নীতিভ্রষ্ট অসিত বরণ দাশ গুপ্তকে সিলেট থেকে দ্রুত অপসারণ তথা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট-১ আসনের মাননীয় সংসদ সদস্য বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এম.পি, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকি এবং সিলেটের জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানান।

আপনার মন্তব্য

আলোচিত