সিলেটটুডে ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:২২

বালাগঞ্জ কলেজে মহিউদ্দিন শীরু স্মরণে স্মরণসভা

বালাগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সাংবাদিক অধ্যক্ষ মহিউদ্দিন শীরুর সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) কলেজে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

কলেজ অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদীর সভাপতিত্বে ও প্রভাষক আকরাম হোসেনের পরিচালনায় বক্তারা বলেন, মহিউদ্দিন শীরু ছিলেন এ অঞ্চলের উজ্জ্বল নক্ষত্র। দলমত নির্বিশেষে তিনি ছিলেন সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। শুধু বালাগঞ্জ কলেজই নয়, অন্যান্য শিক্ষা-প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাঁর অবদান রয়েছে। এছাড়া সাংবাদিকতায় যে সুনাম তিনি কুড়িয়েছেন তা আজীবন মানুষ মনে রাখবে।

স্মরণ সভায় বক্তব্য রাখেন অধ্যাপক প্রণয় কুমার পাল, অধ্যাপক আব্দুল জলিল, অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, অধ্যাপক ফয়জুল ইসলাম, অধ্যাপক অবিনাশ আচার্য, অধ্যাপক বিধান শিকদার, অধ্যাপক বিজয় কৃষ্ণ দেব, সঞ্জিব কান্তি ধর, ইমরুল কায়েস মৃধা, তজম্মুল আলী, অশোক রঞ্জন তালুকদার, অহী আলম রেজা, বুলবুল আহমদ, মিহির রঞ্জন তালুকদার প্রমুখ।

পরে মহিউদ্দিন শীরুর রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত