সিলেটটুডে ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ২১:০২

নবীনরা দেশ ও বিশ্বকে বদলে দিতে পারে : এডিশনাল ডিআইজি নজরুল

বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জ এর এডিশনাল ডিআইজি নজরুল ইসলাম নবীনবরণ অনুষ্ঠানে নবাগত ছাত্র ছাত্রীদের ভালোবাসার উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বলেন, তথ্য প্রযুক্তির এ যুগে মেধাভিত্তিক শিক্ষা গ্রহণ প্রয়োজন, নবীনরা নিজেদের বদলে দিতে পারে, দেশ তথা বিশ্বকে বদলে দিতে পারে।

তিনি বলেন, সফল ব্যক্তিদের অনুস্মরণের মাধ্যমে নবীনদের সফলতা সম্ভব। কোন সাফল্যের সিঁড়ি সংক্ষিপ্ত নয়, সতর্কতার সাথে সাফল্য অর্জন করতে হবে, এ লক্ষ্যে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহবান জানান।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে ১১ টায় ইসলামী ব্যাংক ইন্সটিটিউট অফ টেকনোলজি সিলেট’র উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নুর, জালালাবাদ গ্যাসের ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার এ কে এম সামসুল ইসলাম।

আইবি আইটি সিলেট’র ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ড. মাহমুদ আহমদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক জিন্দাবাজার শাখা প্রধান শেখ মো. ওয়ালি উল্লাহ, জিন্দাবাজার শাখা প্রধান সৈয়দ জিল্লুর রহমান, আইবিআইটি সিলেটের প্রিন্সিপাল ইমরুল হাসান কবির।

আইবি আইটি সিলেট’র কম্পিউটার বিভাগের শিক্ষিকা মহুমা আক্তার ও সেকশন অফিসার আমির হামজা’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইবি আইটি সিলেট’র আর এস ডিপার্টমেন্ট প্রধান মো. সোলাইমান আহসান, কম্পিউটার ডিপার্টমেন্ট প্রধান মিরাজ আহমেদ, ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট প্রধান আনোয়ার হোসাইন, রাহিমা আক্তার, মুহিত খান, মঞ্জুরুল ইসলাম ফারুক প্রমুখ। বিজ্ঞপ্তি

আপনার মন্তব্য

আলোচিত