সিলেটটুডে ডেস্ক

০১ অক্টোবর, ২০১৬ ২৩:৫০

সিলেটে স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আজ

‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সিলেট জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আজ (২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী ‘বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০১৬’।

নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ সন্ধ্যা ৬টায় উদ্বোধনী আয়োজনের পরপরই চলচ্চিত্র প্রদর্শনী শুরু হবে।

উৎসব চলাকালীন শুক্রবার সকাল ১০:৩০টা, বিকাল ৪টা ও সন্ধ্যা ৬টা থেকে, শনিবার ১০:৩০টা, বিকাল ৩টা থেকে এবং অন্যান্য বারে বিকাল ৪টা ও সন্ধ্যা ৬টা থেকে প্রদর্শনীগুলো চলবে।

৭ দিনব্যাপী চলচ্চিত্র উৎসবে সর্বমোট ৮৪টি স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। ২ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন জেলা কালচারাল অফিসার (ভারপ্রাপ্ত) তানভীর-আল-নাসীফ।

আপনার মন্তব্য

আলোচিত