সিলেটটুডে ডেস্ক

০৫ নভেম্বর, ২০১৬ ১৯:২৪

জাতীয় হিন্দু মহাজোটের সিলেট বিভাগীয় সম্মেলন সম্পন্ন

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) সকালে সিলেট নগরীতে র‌্যালি বের করা হয়। পরবর্তীতে সিলেট জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মিলন ভট্টাচার্যের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিজেপি ভারতের মুখপাত্র ড. বিজয় শংকর শাস্ত্রী। বিশেষ অতিথি ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীযুক্ত অরুন হালদার, অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ্র চন্দ্র প্রামাণিক, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কমিল কৃষ্ণ মণ্ডল, ঢাকার সাংগঠনিক সম্পাদক টিটন কুণ্ড।

এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ, মৌলভীবাজার জেলা সভাপতিসহ বালাগঞ্জ, ওসমানীনগর, জৈন্তাপুর উপজেলা ও সিলেট মহানগর ছাত্র ও যুব মহাজোটের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বিজয় শংকর শাস্ত্রী বলেন, বিগত কয়েক দিনে বাংলাদেশের বিভিন্ন জায়গার সংখ্যালঘুদের উপর আক্রমণের ব্যাপারে বাংলাদেশ সরকার নিরোধনমূলক সকল ব্যবস্থা গ্রহণ করবে বলে তার দৃঢ় বিশ্বাস। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে আশাবাদ ব্যক্ত করেন।

অ্যাডভোকেট রঞ্জু দেব নাথের পরিচালনায় স্বাগত বক্তব্য রাকেন অ্যাডভোকেট সুশীল চন্দ্র দাশ।

সভায় সিলেট মহানগর হিন্দু ছাত্র মহাজোট, সিলেট সরকারী কলেজ ডিগ্রী কলেজ হিন্দু মহাজোট ও গোলাপগঞ্জ উপজেলা হিন্দু মহাজোট কমিটি গঠন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত